অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৪ বিকাল ০৪:৩৪

remove_red_eye

২৬৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে যমুনা আবাসন প্রকল্পের আশ্রিত ঘরে গলায় ফাঁস দিয়ে কুলছুম বেগম (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকার আবাসন প্রকল্পের ঘরে এঘটনা ঘটে।
 
নিহত কুলছুম বেগম উপজেলার ডালচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শেখ পাড়া এলাকার মো. নিরব এর স্ত্রী। তবে পরিবারসহ জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকার যমুনা আবাসন প্রকল্পের ঘরে বসবাস করতেন।
 
পরিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকালে নিহত কুলছুমের ছোট ছেলে শাকিবকে বাজার থেকে মুরগি নিয়ে আসতে বলা হয়। সে মুরগি নিয়ে ইফতারের আগ মুহূর্তে দেরী করে আসায় বাবা নিরব তাকে মারধর করেন। পরে মা এসে বাঁধা দিলে তার সাথে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে মা কুলছুম বেগম রাগ হয়ে বলেন এই মুরগি খাবো না। পরে স্বামী নিরব রেগে গিয়ে বাজারে থেকে কিনে আনা সেই মুরগি মেরে ফেলেন এবং আবাসন থেকে বাজারে চলে যায়। এদিকে কুলছুম বেগম তার সন্তানদের নিয়ে ইফতার শেষে দু'ছেলে সাগর ও শাকিবকে ভাত দিয়ে অজু করবে বলে পাশের পরিত্যক্ত খালি ঘরে গিয়ে ওরনা পেঁচিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়। 
 
পরে বড় ছেলে সাগর মাকে খুজতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ও স্বামী এসে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নামিয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. এনামুল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, দু'পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।