অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় এমপি জ্যাকবের পক্ষে শাড়ি বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৬

remove_red_eye

২৪৩

ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার ৫ টি ইউনিয়নের দুই হ্জার ৪ শত অসহায়দের মাঝে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে পবিত্র ঈদ উপলক্ষে শাড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন কনে উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় প্রথমে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে শাড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে একইদিনে উত্তর সাকুচিয়া ইউনিয়ন ও হাজিরহাট ইউনিয়নে শাড়ি বিতরণ করা হয়। অপর দুইটি ইউনিয়ন ১ নং মনপুরা ও ৫ নং কলাতলীতে পরাবর্তীতে বিতরণ করা হবে বলে জানান উপজেলা আ’লীগের সম্পাদক জাকির হোসেন মিয়া।
 
শাড়ী বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ২নং হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা প্রমুখ।