অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ কর্মসূচি উদ্বোধন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ০৯:১১

remove_red_eye

৪২৬

তজুমদ্দিন  প্রতিনিধি :  ভোলার তজুমদ্দিন উপজেলায় উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
 
বুধবার বেলা ১১ টায় তজুমদ্দিন উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এসব সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
 
২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ৫শত কৃষকের মাঝে  এই সার ও বীজ বিতরণ করা হয়।
 
উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, উপজেলা ক্রীড়া সংস্থা সম্পাদক তুহিন তালুকদার প্রমুখ।