অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ছেলের দায়ের কোপে মা খুন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৪ রাত ১১:৪৫

remove_red_eye

৪১৭






বোরহানউদ্দিন প্রতিনিধি :ভোলা বোরহানউদ্দিনে ছেলের ধারালো দায়ের উপুর্যপুরি   কোপে খুন হলেন গর্ভধারিনী মা নাসিমা বেগম (৪২)। এসময় মাকে বাঁচাতে এসে ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয় পাশ্ববর্তী ঘরের নাজু মৃধার স্ত্রী জান্নাত বেগম । ঘটনাটি ঘটে সোমবার  ইফতারের কিছ সময় আগে বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়ের ৭নং ওয়ার্ডের সর্রদার আলী হাওলাদার বাড়ীতে। এ ঘটনায় দুলাল হাওলাদারের ছেলে রাহাত (৩০) মায়ের হত্যাকারীকে ঘটনাস্থল থেকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে।
স্থানায় সূত্র জানিয়েছে, র্দীঘ দিন থেকে খুনী রাহাত মানুষিক সমস্যায় ভুগছিল। সাত-আট বছর আগে মানুষিক রোগে সে পথে ঘাটে হাঁটতো। তবে গত তিন-চার বছর মোটামুটি তার রোগ নিয়ন্ত্রণে চিলো। খুনের দিন রাহাত ঢাকায় কামরাঙ্গীর চরের তাদের মুদি ব্যবসা থেকে কাউকে কিছু না বলে বাড়িতে চলে আসে । বিকেলে স্থানীয় শান্তির হাঁট বাজার থেকে মাছ কিনে বাড়িতে আসলে মা নাসিমার সাথে রাহাতের চিকিৎসার বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে রাহাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে মা নাসিমা কে হত্যা করে।  মা হাত দিয়ে প্রতিরোধ করতে চাইলে ধারালো দায়ের কোপে নাসিমার দুই হতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলে । খুনি রাহাতের দায়ের কোপে মা নাসিমা ঘটনাস্থলেই মারা যায়। পাশ্ববর্তী ঘরের নাজু মৃধা জানান, তার স্ত্রী জান্নাত বেগম ডাক চিৎকার শুনে মা নাসিমাকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে । জান্নাতকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন । অপর একটি সূত্র জানায়, ইলিশ মাছ কিনে এনে মাকে রান্না করতে বলে ছেলে । রাহাতের মা একা সংসারের কাজের চাপ সামাল দিয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে আজ মাছ রান্ন করবে না এমনটা তার ছেলেকে জানান।রাহাত তার মায়ের কথা না মেনে এর পরেও তার মাকে ইলিশ মাছ রান্না করতে অনুরোধ করেন। ইলিশ মাছ রান্না করা নিয়ে কথা কাটাকাটি ও তুমুল হইচই সৃষ্টি হয়। এক পর্যায়ে ঘরে থাকা দাঁ দিয়ে রাহাত তার মা নাছিমা বেগম কে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে লাসের পাশে বসে থাকে। এদিকে রাহাত কে বাঁধা দিতে গেলে জাহানারা বেগম ও গুরুত্বর আহত হন। আহত জাহানারা কে আশঙ্কাজনক অবস্থায় শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।  বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির সাংবাদিকদের জানান, অভিযুক্ত রাহাত কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ও  তার মায়ের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছ।