অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন দুটি গাড়ি হস্তান্তর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

৭৩৪

বাংলার কন্ঠ প্রতিবেদক:: জেলার তজুমদ্দিন ও লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য নতুন দুটি গাড়ি হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দপুরে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে গাড়ি দুটি’র চাবি জেলা সিভিল সার্জনের ডা: রতন কুমার ঢালীর হাতে তুলে দেন স্থানীয় (ভোলা-৩) সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।


স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত গাড়ি দুটি মিটসুবিসি আউটল্যন্ডার মডেলের। একইসাথে এই দুই উপজেলার স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় বেশ কিছু ফেস শিল্ড, এন-৯৫ মাস্ক, পিপিই ও  ডিজিটাল থারমোমিটার বিতরণ করা হয়।


এখানে এমপি শাওন বলেন, দেশে চলমান করোনা দূর্যোগ মোকাবেলায় সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যখাতে ডাক্তার-নার্সদের সুরক্ষায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এ করোনা সংকটে চিকিৎসকদের সকলের সহযোগিতা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।