অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় শ্বাসকষ্ট নিয়ে মৃত যুবক করোনায় আক্রান্ত ছিলেন না


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ০১:১২

remove_red_eye

১৩০২

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলা সদর হাসপাতালে শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার রাতে মারা যাওয়া সদর উপজেলার আলীনগর ইউনিয়নের যুবক আবদুল রব (২০) করোনা আক্রান্ত ছিলেন না। মৃত ব্যক্তি থেকে নেওয়া নমুনায় করোনা সংক্রমণ পাওয়া যায়নি বলে বুধবার রাতে ভোলার সাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে ।

এর আগে ওই যুবক মঙ্গলবার সকালে বমি ও শ্বাসকষ্ট নিয়ে ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। এসময় তার করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল প্রেরণ করা হয়। পরে বিকেলে হঠাৎ শ্বাস কষ্ট বেড়ে অসুস্থ হয়ে তিনি মারা যায়। 

ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম জানান, এ পর্যন্ত ২৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হয়। তার মধ্যে ১৭৭ জনের নমুনা নেগেটিভ রির্পোট এসেছে।