অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সরকারি সহযোগিতা পেলেন ভোলার পশ্চিম ইলিশার অসহায় বৃদ্ধা রেফা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ রাত ১১:২১

remove_red_eye

৩৯৫

 
 
মোঃ ইসমাইল:   প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে উপহার ও নগদ অর্থ সহযোগিতা পান অসহায় বৃদ্ধা রেফা। 
বৃদ্ধ রেফা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের কেরানী বাড়িতে পালক মেয়ের জীর্ণ শীর্ণ ঘরে একাই বসবাস করেন। পালক মেয়ে জামাইসহ ঢাকায় গার্মেন্টসে চাকুরী করেন। এখন এ বৃদ্ধ কে থাকতে হয় একাই। তাই অসহায় এ বৃদ্ধ রেফার পেটে দুই মুঠো ভাত জোটে ভিক্ষা করে। 
 
শুক্রবার ( ২২ মার্চ) সকালে জেলা প্রসাশকের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত হোসেন, ইউএনও জনাব সজল চন্দ্র শীল ও অফিস সহকারী মো.  মুসা কালিমুল্লাহ বৃদ্ধা রেফার বাসায় গিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে উপহার ও নগদ অর্থ ৫ হাজার টাকা দিয়েছেন। এসময় পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফখরুল ইসলাম বলেন,গতকাল সংবাদের মাধ্যমে বৃদ্ধা রেফার অসহায়ত্বের খবর শুনে তাত্ক্ষণিক তার বাসায় আসি। এবং তাকে অর্থিক সহযোগিতা করেছি। আজকেও তাকে সরকারি সহযোগিতা প্রদান করা হয়েছে।  এ বৃদ্ধ রেফার কষ্ট লাগব করতে আগামী দিনগুলোতে আমি তাঁর পাশে থাকবো। 
 
 
ইউএনও জনাব সজল চন্দ্র শীল জানান,  এ বৃদ্ধা কে নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হয়। তার নির্দেশে ইউপি সদস্যের সাথে কথা বলে এই ঘটনার সততা যাচাই করি। যাচাই করে সততা পাই। সততা পাওয়ার প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যার নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণের একটি পেকেট ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ইফতার সামগ্রীসহ তাকে নগদ অর্থ দেওয়া হয়েছে। 
 
তিনি আরও জানান, তাকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আশার জন্য আমরা সংশ্লিষ্ট জনপ্রতিনিধির মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করবো।
 


 





আরও...