অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হলে কঠোর ব্যবস্থা নেবে ব্রাজিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে মার্চ ২০২৪ বিকাল ০৩:৫৫

remove_red_eye

৩৫৬

আন্তর্জাতিক ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র যদি বর্ণবাদী আচরণের শিকার হন, তাহলে কঠোর ব্যবস্থা নেবে ব্রাজিল। আগামীকাল শনিবার ইংল্যান্ডের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচের আগে এমন হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভল জুনিয়র।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়েছেন ব্রাজিল কোচ।

দরিভল বলেন, ‘আমাদের এই ধরনের পরিস্থিতির সমস্ত তথ্য বিশ্লেষণ এবং ভারসাম্য করতে হবে।এটি আবার ঘটলে আমাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিনিসিয়াস এখনও একটি ছেলে। সে এখনও তার পড়াশোনা শেষ করছে এবং এই সংখ্যালঘুদের দ্বারা তার সঙ্গে এমন আচরণ করা যাবে না।’

এর আগে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিয়ুস। এই ঘটনার জেরে স্প্যানিশ আদালতে অভিযোগও দিয়েছে রিয়াল ও লা লিগা কর্তৃপক্ষ।

বারবার বর্ণবাদী আচরণের শিকার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ভিনি। নিজের এক্স (সাবেক টুইটার) একাউন্টে পোস্ট করে হতাশা করেন করেন এই ব্রাজিলিয়ান।

মূলত, এই বর্ণবাদী আচরণের নিরব প্রতিবাদ করতেই ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলি স্টেডিয়ামে ও ২৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দরিভল কোচের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। খেলাকে ছাপিয়ে এই ম্যাচে এই ব্রাজিল ফুটবল ফেডারেশনের নজর থাককে দরিভলের দিকে। নিজের প্রথম ম্যাচে কেমন করেন দরিভল, সেটা দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরাও।

 

সুত্র জাগো