অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে ইলিশ অভয়াশ্রমে ১৫ মন জাটকা ও নৌকা জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২০ রাত ১১:৪৩

remove_red_eye

৬১৯

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে মেঘনার ইলিশের অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে(১ মার্চ থেকে ৩০ এপ্রিল)অভিযান চালিয়ে ১৫ মন জাটকা ও ১ টি নৌকা জব্দ করা হয়েছে। বুধবার সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী মেঘনা তীর সংলগ্ন হাসাননগন এলাকায় অভিযান চালিয়ে ওই জাটকা ও নৌকা জব্দ করেন।ইউএনও মো. বশির গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনায় অভিযান চালিয়ে ১৫ মন জাটকা জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাছসহ নৌকা ফেলে জেলে পালিয়ে যায়।


জাটকাগুলো উপজেলা কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া নৌকাটি স্থানীয় চেয়ারম্যান মানিক হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে।ওই সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন ও হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান মানিক হাওলাদার উপস্থিত ছিলেন।