অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে মার্চ ২০২৪ রাত ১১:২৬

remove_red_eye

৩৮৮


মলয় দে  : নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরায় ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১০ লক্ষ মিটার অবৈধ জাল এবং ৪ হাজার ২৭ কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়ছে। বুধবার ২০ মার্চ সকালে ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার মেঘনা নদীতে এবং  সন্ধ্যায় একই উপজেলার ভেদুরিয়া ফেরি ঘাটে একটি অভিযান পরিচালনা করেন বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্ট গার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এইচ এম এম হারুন অর রশিদ স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় এইচ এম এম হারুন অর রশিদ জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি স্থানে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেকশন কমান্ডার এম আলমগীর এর নেতৃত্বে ভাংতির খাল,গাজীপুর চর,ভোলার চর,রামদাসপুর, জোড় খাল,রাস্তার মাথা এ এলাকার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এসময় ১০ লক্ষ মিটার অবৈধ জাল ও ২৭ কেজি মাছ জব্দ করা হয়।অবৈধ জাল গুলোর মধ্যে ৫লক্ষ মিটার নিষিদ্ধ পাই জাল,৪ লক্ষ মিটার কারেন্ট জাল এবং ১হাজার মিটার সুতার জাল জব্দ করা হয় এবং ২৭ কেজি মাছের মধ্যে ২০ কেজি পোয়া মাছ ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।পরে জব্দ করা জালগুলো  সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন এর উপস্থিতিতে পুরিয়ে বিনষ্ট করা হয়।পাশাপাশি জব্দকৃত মাছ গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়।তবে এ অভিযানে কাউকে আটক করা যায় নি বলে জানান এই কর্মকর্তা।
অপর একটি অভিযান প্রসংঙ্গে এ মিডিয়া কর্মকর্তা আরো জানান, অন্যদিকে সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে একই উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকায় সেকশন কমান্ডার এম আজিজুল এর নেতৃত্বে পৃথক একটি অভিযান পরিচালনা করে ১টি ট্রাক থেকে ৪ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।এর মধ্যে ১ হাজার কেজি ইলিশ, ৩ হাজার কেজি পোয়া মাছ পাওয়া যায়। এসময় ট্রাক ও ট্রাকে থাকা মাছ বহনকারীদের ৩ জন কে সাময়িক আটক করা হলেও পরে উপজেলা ফিসারী অফিসার রবিউল ইসলাম এর উপস্থিতিতে  মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয় এবং  জব্দকৃত মাছ গরীব ও অসহায়ের মাঝে বিতরণ করা হয়।





আরও...