অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মহিলা ভাইাস চেয়ারম্যান প্রার্থী রেহানা ফেরদৌসের গণসংযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ রাত ১১:০৪

remove_red_eye

২১১

মোঃ ইসমাইল : আসন্ন উপজেলা নির্বাচনে ভোলা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হতে চান রেহানা ফেরদৌস। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ভোলা শহরের বাংলা স্কুল মোড় থেকে শুরু করে শহরের সদর রোড, কে জাহান মার্কেট ও জিয়া সুপার মার্কেটে ঘুরে ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া চেয়েছেন। জানা গেছে, রেহানা ফেরদৌস বাংলা বাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক (বাংলা)  ও জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার সদস্য এবং শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক। রাজনৈতিক জীবনে তিনি যুব মহিলা লীগ এর যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। তার স্বামী মো. রফিকুল আমিন (টুটুল)ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।রেহানা ফেরদৌসের সাথে কথা হলে তিনি বলেন, আমি আশা রাখি আল্লাহ রহমতে জনগণের দোয়া ও সমর্থন পেলে সফল হবো ইনশাআল্লাহ।



আরও...