অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২০ সকাল ০৯:২১

remove_red_eye

১১৯৭

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সদর উপজেলার উত্তর চরনোয়াবাদ এলাকার পৌর ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোঃ খোকন ( ৪৫) একই এলাকার নয়া বাড়ির বাসিন্দা। তিনি রঙ মেস্তরীর কাজ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।  ভিক্টিমের পরিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকাত হোসেনকে বিষয়টি জানালেও এ ব্যাপারে তিনি কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে তারা। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভিক্টিমের সাথে কথা বলেছে।

দশম শ্রেণির ওই ছাত্রীর মা জানান, বিকেলে ওই ছাত্রী ৫ বছরের ছোট ভাইকে নিয়ে হাঁসের খাবার আনতে বাড়ির পাশের একটি মাঠে যায়। এসময় আগে থেকে ওত পেতে থাকা লম্পট খোকন নানা বাহানায় ছাত্রীর সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে খোকন ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর এলাকায় হাত দেয়। এসময় তাকে বাধা দিলে সে জোড় পূর্বক ওই ছাত্রীকে টেনে হিঁচড়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিক্টিমের ডাক চিৎকারে আসপাশের লোকজন বের হয়ে আসলে লম্পট খোকন পালিয়ে যায়। ঘটনার পর ভিক্টিমের পরিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শওকাত হোসেনকে বিষয়টি জানালেও কাউন্সিলরের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে অভিযোগ করেছে তারা।

তবে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শওকাত হোসেন জানান, এঘটনাটি স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও পুলিশকে জানানো হেয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।     

এদিকে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, উত্তর চরনোয়াবাদ এলাকায় এক স্কুল ছাত্রীকে শ্লিলতা হানির চেষ্টার  ঘটনায় ভিক্টিমের পরিবার থানায় মৌখিক অভিযোগ দিয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।