অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনের জাহানপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ ব্যবসায়ীরা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মার্চ ২০২৪ দুপুর ০২:৪২

remove_red_eye

২৫০

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাসনের জাহানপুর ইউনিয়নে রিহাম সরকার নামের এক চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় জলিল বেপারী বাজারের ব্যবসায়ীরা। দিন দুপুওে ও রাতের আঁধারে বাজারের দোকানের ভেন্টিলেটেড ও ঘরের বেড়া ভেঙে দোকানে ঢুকে হাতিয়ে নেন ব্যবসায়ীদের লাখ লাখ টাকা ও প্রয়োজনীয় জিনিসপত্র। চোর চক্রের সদস্য রিহাম সরকার স্থানীয় জাহানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রভাবশালী সাবেক ইউপি সদস্যে ও জলিল বেপারী বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক কালাম সরকারের ছেলে হওয়ায় প্রতিকার চেয়েও কোন সুরাহ পাননি ওই বাজারের ব্যবসায়ীরা।
স্থানীয় ভাবে কোন সুরহা না পেয়ে সোমবার চোরের বিচার চেয়ে ওই বাজারের অর্ধশত ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

জানাযায়, চোর চক্রের সদস্য রিহাম সরকার স্থানীয় ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওই বাজারের ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হওয়ায় বাবার প্রভাব বিস্তার করে দিন দুপুরে ও রাতের আধারে সুযোগ বুঝে রিহাম সরকার একের পর এক দোকানে ঢুকে হাতিয়ে নেন ব্যবসায়ীদের টাকা। এনিয়ে তার পরিবারকে জানালে ও কোন প্রতিকার পাননি ব্যবসায়ীরা।
স¤প্রতি সময়ে চোর চক্রের সদস্য রিহাম সরকার ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতির দোকানে ঢুকে হাতিয়ে নেন ৯৫ হাজার টাকা। তৎক্ষনিক শিশু রিহামের বাড়ি থেকে ৬৪ হাজার টাকা উদ্ধার হলেও খোয়া যায় বাকী ৩১ হাজার টাকা। এমনিই ভাবে আরও সাইফুল ডেন্টাল, মাকসুদের মুদি দোকান, ও স্থানীয় একটি মাদ্রাসাসহ একাধিক দোকানে চুরি করার সময় হাতে নাতে ধরলেও বাবা প্রভাবশালী হওয়ায় চোর চক্রের সদস্য রিহাম সরকারের বিচার চেয়েও কোন প্রতিকার পাননি ভুক্তভোগী ব্যবসায়ীরা। এনিয়ে সোমবার চোরের বিচার চেয়ে শশীভ‚ষণ থানায় অভিযোগ দিয়েছেন ওই বাজারের ব্যবসায়ীরা।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম জানান, চোর চক্রের সদস্য রিহাম স¤প্রতি সময়ে তার দোকানে ঢুকে হাতিয়ে নেন ৯৫ হাজার টাকা। তৎক্ষনিক রিহামের বাড়ি থেকে ৬৪ হাজার টাকা উদ্ধার হলেও খোয়া যায় বাকী ৩১ হাজার টাকা। বিয়ষটি তিনি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্যদের জানালেও কোন প্রতিকার পাননি। এনিয়ে সোমবার চোরের বিচার চেয়ে শশীভ‚ষণ থানায় অভিযোগ দিয়েছেন
তিনিসহ ওই বাজারের ব্যবসায়ীরা।
মুদি ব্যবসায়ী মাকসুদুর রহমান জানান, চোর চক্রের সদস্য রিহাম তার দোকানে একাধিক বার চুরি করে হাতিয়ে নেন টাকা। কিন্তু দুইবার হাতেনাতে ধরলেও প্রভাবশালী বাবা সাবেক ইউপি সদস্যে কালাম সরকারের তোপের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে। প্রভাবশী বাবার চোর চক্রের সদস্য রিহাম সরকারের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাজারের ব্যবসায়ীরা।  
অভিযুক্ত রিহামের বাবা সাবেক ইউপি সদস্য কালাম সরকার জানান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম দোকানে ঢুকে নাকি আমার ছেলে টাকা নিয়ে গেছে এমন অভিযোগে বিষয়টি নিয়ে থানায় বসেছিলাম। আমার ছেলেকে আইনে আওয়াতায় আনার জন্য ওসিকে অনুরোধ করেছি।
শশীভ‚ষণ থানার ওসি ম. এনামুল হক জানান, বিষয়টি নিয়ে ওই বাজারের ব্যবসায়ীরা চোর চক্রের সদস্য রিহাম সরকারের বিচার চেয়ে থানায় জানিয়েছেন। ওই ছেলেটিকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।