অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৫০

remove_red_eye

১৭৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধুর জীবন আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ,সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী , ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জান, সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
পরে শিশুদের চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।





আরও...