অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধুর সাঁজ ও স্বপ্ন নিয়ে আঁকা ছবির প্রদর্শণীতে পুরস্কার পেল ৩শ শিশু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৪৯

remove_red_eye

২১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় বঙ্গবন্ধুর সাঁজ ও স্বপ্ন নিয়ে আঁকা ছবির প্রদর্শণীতে অংশ নিয়ে পুরস্কার পেল তিনশ শিশু ।  রোববার জাতির জনকের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে জেলা আওয়ামী লীগ এ আয়োজন করে। জেলা পরিষদ চত্বরে  জেলা আওয়ামী লীগের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার  অংশ হিসেবে এই সব শিশুরা অংশ নেয় ।  সবাইকেই পুরস্কারে ভুষিত করায় খুশি শিশুদের পাশাপাশি অভিভাবকরা। এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে  ২১জনকে সেরা ঘোষনা করা হয়।  আয়োজন কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু ও জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু,  জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম , উপজেলা  আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, ছাত্র লীগ সভাপতি রাইহান আহমেদ, ছাত্র লীগ সম্পাদক আসিব আহমেদ হিমেল ।   বিচারকের দায়িত্ব পালন করেন,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন লিটন,  কলেজ শিক্ষক  রেহানা ফেরদৌস, কলেজ শিক্ষক খাদিজা আক্তার স্বপ্না,  ভোলা থিয়েটারের সাবেক সম্পাদক আবিদুল আলম, সাংবাদিক আদিল হোসেন তপু, সাংবাদিক মোঃ তৈয়বুর রহমান । সকালে শিশুদের নিবন্ধনের দায়িত্ব পালন করেন  কলেজ শিক্ষক বিপ্লব পাল কানাই, জেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক আবিদুল আলম, সাংবাদিক পুস্পেন্দু মজুমদার,  উপজেলা ছাত্র লীগ সম্পাদক সালমান গোলদার ।
যারা সেরাদের  সেরা হলেন ঃ বঙ্গবন্ধু সাঁজে যারা সেরা নির্বাচিতরা হচ্ছে , কালেট্ররেট স্কুল এন্ড কলেজের  তাহমিদ হোসেন , ওই স্কুলের হোসাইফা ও জোহান,  সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সৃজন বনিক,  সরকারি বালিকা বিদ্যালয়ের প্রকৃতি , ওই স্কুলের জেবা তাসলিম, বুশরা চৌধুরী, শামিরা রহমান, ক্রিয়েটিভ স্কুলের আরাফাত মহাম্মদ , মোঃ ফাহিম, অফিসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহসিন তানহা ও শ্রুতি । ছবি আঁকায় সেরা ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের  আর্য্য ঘরামী, পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পল্লাব বনিক, পৌর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  উমা । আবৃতিতে সেরা হয়েছে সরকারি বালিকা বিদ্যালয়ের মহিমা রহমান, বুশরা চৌধুরী, সামিরা রহমান, বক্তৃতায় সেরা হন জাইমা জাহান, তাহমিদ হাসান, নিশাদ ফারজানা প্রকৃতি। শিশুদের নিয়ে এমন দিনভর আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন  অভিভাবকরাও। সকাল থেকে  জেলা পরিষদ চত্বর ছিল উৎসব মুখর।





আরও...