অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দুস্থদের মাঝে কোস্ট গার্ডের ইফতার বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৪৬

remove_red_eye

২৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোনের সদস্যরা।
আজ রবিবার ১৭ মার্চ বিকালে ভোলা কোস্ট গার্ড কার্যালয়ে ৫০০ অসহায় ও দুস্থ লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।শুধু ভোলা নয় এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন, পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, মংলা ও পটুয়াখালীতে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
প্রেস রিলিজের মাধ্যমে সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৭ মার্চ ২০২৪ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন, পূর্ব জোন, পশ্চিম জোন, দক্ষিণ জোন ও বিসিজি বেইস অগ্রযাত্রা কর্তৃক যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, মংলা, ভোলা ও পটুয়াখালীতে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় ইফতার বিতরণ কার্যক্রমে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের জোনাল কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





আরও...