অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্ক, বিয়ের দাবিতে গৃহবধূর অনশন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৪ দুপুর ০২:৩৮

remove_red_eye

২৮২

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে তিন সন্তানের জননীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে মো. আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বিয়ের দাবিতে প্রেমিক আরিফ এর দোকানে অনশন করছেন ওই গৃহবধূ। অনশনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিক আরিফের দোকানের সামনে উৎসুক জনতার ভিড় জমায়।
অভিযুক্ত যুবক আরিফ উপজেলার জাহানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাছির হাওলাদরের ছেলে। তিনি এই এলাকার বাসিদোন বাজারে কসমেটিক ও মেমোরী লোডের ব্যবসা করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত তিন বছর ধরে আরিফের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় আরিফ গৃহবধূর কাছে আসা-যাওয়া করে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন এবং নানান অজুহাতে টাকা হাতিয়ে নেন।
এনিয়ে বিচার চেয়ে ঘুরে বেড়ালেও কোন ব্যবস্থা নেয়নি কেউ। উল্টো অভিযুক্ত যুবক আরিফ ও তার দলবলের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন গৃহবধূ তিন সন্তানের জননী।
মারধরের শিকার হয়ে গৃহবধূ চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
অভিযুক্ত যুবক আরিফকে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
শশীভূষণ থানার ওসি এম. এনামুল হক জানান, এই গৃহবধূ মানুষিক ভাবে সুস্থ নয়। তবে বিষয়টি নজরে এসেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।