অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলা সদর হাসপাতালে শ্বাস কষ্ট নিয়ে এক যুবকের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২০ রাত ১২:৩৭

remove_red_eye

১৩৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক:: ভোলা সদর হাসপাতালে শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার রাতে আব: রব নামে (২০) এক যুবক মারা গেছে। পেশায় ওই যুবক কৃষি কাজ করতো। আলী নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তার বাড়ি। তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরজাউদ্দিন জানান, ভোলা আলী নগর ইউনিয়নের ২০ বছরের এক যুবক মঙ্গলবার সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। তার শ্বাস কস্ট থাকায় করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বরিশাল প্রেরণ করা হয়। পরে কনসালটেন্ট দেখে তাকে রিলিজ করেন। ইতি পূর্বেও সে পেটে ব্যাথা ও বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এদিকে বিকেলে ওই রোগীর বাড়িতে শ্বাস কস্ট দেখা দিলে ডা: মো: মিজানুর রহমানকে দেখান। তিনি ওই রোগীর এক্স রে করে তার সন্দেহ হয় হার্টের সমস্যা। তখন  তাকে হাসপাতালে পাঠানো হলে সেখানে ইসিজি করা হয়। তাতে হার্টের কিছুটা সমস্যা পাওয়া যায়। দ্রুত তাকে  ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই রোগী সাথে থাকা ২ অভিবাবক জানান, অসুস্থ যুবকের সাথে নারায়নগঞ্জ ও বিদেশ থেকে আসার কোন লোকের সংস্পর্শ ছিলো না। হঠাৎ  শ্বাস কষ্ট বেড়ে অসুস্থ হয়ে তিনি মারা যায়।  ওই যুবকের নমুনা যদি পজেটিভ আসে তা হলে তার সংস্পর্শে আসা সকলের নমুনা পরীক্ষা করা হবে।