অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পটুয়াখালী গিয়ে এক দম্পতি করোনা আক্রান্ত হওয়ায় ভোলার ৬ বাড়ি লকডাউন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে এপ্রিল ২০২০ রাত ১২:২৮

remove_red_eye

১৪৪৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা সদর উপজেলা থেকে পটুয়াখালী গিয়ে এক দম্পতি করোনা আক্তান্ত হওয়ায় ভোলা সদর উপজেলার ৬ বাড়ি লকডাউন করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদ এলাকার ৩ বাড়ি এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের চরপাতা গ্রামের ৩টি বাড়ি লকডাউন করা হয়। মঙ্গলবার রাত ১০টায় ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই দম্পতি ভোলা সদর উপজেলার বাপ্তা এবং ইলিশা এলাকায় তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর গত ১৩ এপ্রিল তারা তাদের কর্মস্থল পটুয়াখালী ফিরে যান। দুই দিন আগে তাদের করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করানোর জন্য সেম্পল জমা দেন। পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার ওই দম্পতির করোনা রিপোর্ট পজেটিভ নিশ্চিত হওয়ার পর ভোলার স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে। এ তথ্য পাওয়ার পরপরই ভোলা সদর উপজেলার বাপ্তা বুড়ির মসজিদ এলাকার ৩ বাড়ি এবং পশ্চিম ইলিশার চরপাতা গ্রামের ৩ বাড়ি বাড়ি লকডাউন করে প্রশাসন।