অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা অফিসার পাড়ার কামাল উদ্দিন আহমেদ আর নেই


মো: ইয়ামিন

প্রকাশিত: ১৬ই মার্চ ২০২৪ রাত ১১:১৭

remove_red_eye

৩৪০

মো: ইয়ামিন : ভোলা অফিসার পাড়ার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, কামাল উদ্দিন আহমেদ ঠিকাদার আর আমাদের মাঝে নেই। মরহুম মহসিন উদ্দিন (মনা কন্ট্রাক্টর) সাহেবের বড় ছেলে ভোলা পৌর ২ নং ওয়ার্ড অফিসার পাড়া নিবাসী কামাল উদ্দিন আহমদ ঠিকাদার ১৬ই মার্চ শনিবার দিবাগত রাত ১ টার সময় হঠাৎ স্ট্রোক করে নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহ রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার দুপুর তিনটায় সময় ভোলা অফিসার পাড়া জামে মসজিদ মাঠে মরহূমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে মরহুমাকে উকিলপাড়া গোরস্থান মাদরাসার কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আত্মীয়-স্বজন সহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে পড়ে। তাঁর মৃত্যুতে তার স্বজন ও এলাকাবাসীর সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর ছেলের বন্ধু মহল শোক প্রকাশ করেছেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন পরিবারের সকল সদস্যকে শোক সইবার জন্য যেন আল্লাহ তায়ালা তাদেরকে ধৈর্যধারণ করার ক্ষমতা দেন আমিন।





আরও...