অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৬৩০

এইচ আর সুমন : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।বুধবার ১৩ই মার্চ সকাল ৯টায়  ভোলা পুলিশ লাইন মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ খেলার উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন

ভোলা জেলা পুলিশ সুপার মোঃমাহিদুজ্জামান,বিপিএম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মোঃ ফয়সেল,  কোষাধ্যক্ষ মোস্তফা কামাল,নির্বাহী সদস্য ফারুক পালোয়ান,সুমন খান,হাফিজুর রহমান তছলিম,আরিফ হোসেন লিটন, প্রমুখ।

উদ্বোধনী খেলা চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক  বিদ্যালয়ের মধ্য অনুষ্ঠিত হয়। চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অল উইকেট হারিয়ে ৮৩রান সংগ্রহ করে। চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় ৬ উইকেটে জয় লাভ করে। 

খেলার আম্পায়ার হিসেবে পরিচালনা করেন ইমরান হোসেন ও মাইনুদ্দিন।

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ভোলার চারটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেন। বিদ্যালয় গুলি হল চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়,চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়, টাউন কমিটি (বাংলা) মাধ্যমিক বিদ্যালয়।

 





আরও...