অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় বিতর্ক উৎসবে টাউন কমিটি মাধ্যমিক স্কুল চ্যাম্পিয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ বিকাল ০৩:৪৪

remove_red_eye

২২৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় শেষ হয়েছে জাতীয়  বিজ্ঞান বিতর্ক উৎসব।  রোববার ভোলা প্রেসক্লাব হল রুমে   এ. সমকাল বিতর্ক প্রতিযোগিতায় জেলা সদরের ৬টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয়েছে টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পরে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়েছে। ভোলা শহীদ জিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কন্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান,  প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, কলেজ শিক্ষক জিনাত রেহানা, সহকারী শিক্ষক আফরোজা আক্তার, সহকারী শিক্ষক  সরমিন জাহান, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু,  বিচারক  ফারজানা স্নিগ্ধা, তালহা তালুকদার বাঁধন।  বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিতর্কের দলগুলো হচ্ছে  সরকারি বালক উচ্চ বিদ্যালয়,  সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,  টবগী মাধ্যমিক বিদ্যালয়,  কালেট্ররেট স্কুল,  টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়,  টাউন মাধ্যমিক বিদ্যালয়।





আরও...