অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই মার্চ ২০২৪ সকাল ১০:২০

remove_red_eye

২২০

বাংলার কন্ঠ প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে কাঁচা বাজার ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম  নিয়ন্ত্রণে রাখতে ভোলায় জেলা প্রশাসনে ও ভোক্তা অধিকার সংরক্ষণের সদস্যরা বাজার মনিটরিংয়ের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন। সোমবার বিকেলে ভোলা সদরের কাঁচা বাজার ও চক বাজারের বেশ কিছু দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল এ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি নিত্য প্রয়োজনীয় সবজি, মুদি মালামাল ও ফলের দোকান গুলোতে জিনিসপত্রের দাম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না তা যাচাই করেন।এর পাশাপাশি মূল্য তালিকার বোর্ড আপডেট রাখার জন্য দোকানদারদেরকে সতর্ক করেন।

অভিযান পরিচালনা সময় আরো উপস্থিতি ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, ভোলা পৌরসভার কাউন্সিলর শাহে আলম,কাউন্সিলর এরফানুর রহমান মিথুন মোল্লা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





আরও...