অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩৭১

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে 'ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ প্রতিপাদ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার নানা জাঁকজমক কর্মসূচির মধ্য দিয়ে  উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ১১ মাচ থেকে ১৭ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক সূচনা হয়।

সকাল ১০ টায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান-উজ্জামানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. রায়হান-উজ্জামানের

সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পৌর মেয়র মো. রফিকুল ইসলাম। আরো বক্তৃতা  জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ,ভোলা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা প্রমুখ। এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।