অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৯ রাত ০৯:২৬

remove_red_eye

৯৮৮

 

আহমেদ শফি, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে পুকুরে ডুবে আবুল কাশেম নামে ৮০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় দৌলতখান ফায়ারসার্ভিসের ডুবুরী দল তার লাশ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটে দৌলতখান উপজেলার চরখলিখা ইউনিয়নের আমিন মিয়ার বাড়ীতে। নিহত আবুল কাশেম দৌলতখান উপজেলার চরখলিপা ইউনিয়নের লিটনের বাবা ।
পরিবার সূত্রে জানা যায় , দৌলতখান উপজেলার চরখলিফা ৩ নং কলাখোফা গ্রামের লিটনের বাবা আবুল কাশেম মিয়া মানুষিক রোগে কয়েকদিন যাবত আক্রান্ত । বৃহস্পতিবার রাত ১২ টা থেকে তিনি নিখোজঁ হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুজির পর বেলা ১২ টার দিকে তাদের পুকুরের মধ্যে তার ঘরের মশারী পাওয়া গেলে এতে সন্ধেহ হলে স্থানীয় লোকজন উক্ত পুকুরে খোঁজাখুজি করে তার অবস্থান জানতে পারে। পরে দৌলতখান ফায়ার সার্ভিসের সহযোগিতায় বরিশাল থেকে ডুবুরি দল এনে শুক্রবার বিকেল ৪ টার দিকে পুকুরের পানির নিচ থেকে আবুল কাশেমের (৮০) মৃতদেহ উদ্ধার করা হয়।দৌলতখান ফায়ারম্যান আমিনুল ইসলাম জানান, ভোলায় ফায়াসার্ভিসের ডুবুরি দল না থাকায় বরিশাল থেকে এনে প্রায় দুইঘন্টা খোঁজাখুজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।