অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ২৪ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২০ রাত ০৮:০৭

remove_red_eye

১৫০৩

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় নতুন ২৪ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ এসেছে। ২০৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এ  নিয়ে মোট ১৪৩ জনের নমুনা রির্পোট পাওয়া গেলো। ওই সব রির্পোটই নেগেটিভ বলে জানান ভোলা স্বাস্থ্য বিভাগ।
 
ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম থেকে আরো জানান, ভোলা জেলায় গত ২৪  ঘন্টায় সোমবার পর্যন্ত আরো ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে ৮৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এদেও মধ্যে ৫৪৫ জনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৪৯ জন। এদিকে সোমবার জ্বর,সদি,কাশিসহ সন্দেহজনক করোনা উপসর্গ থাকায়  ১৭ জনের নমুনা ভোলা স্বাস্থ্য বিভাগ সংগ্রহ করেছে। তবে দুর্যোগ পূর্ন আবহাওয়ার জন্য তা বিকাল পর্যন্ত বরিশাল পাঠানো সম্ভব হয়নি।