অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে চর-মানিকা ইউপির উপ নির্বাচনে নিজাম উদ্দিন নির্বাচিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ রাত ০৯:৪৬

remove_red_eye

৩৬৬

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসনের চর-মানিকা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন শনিবার শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে মো. নিজাম উদ্দিন রাসেল (টেবিলফ্যান প্রতীক) নিয়ে ৬ হাজার ২৩০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাইদুল ইসলাম (সোহাগ) (দুটি পাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৯৪ ভোট।
জানাগেছে, নব-নির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন রাসেলের প্রয়াত পিতা আব্দুর রব মিয়া এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
মোট ২৬ হাজার ৫৫১ ভোটারের মধ্যে ১৬ হাজার ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ নভেম্বর চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদারের মৃত্যুতে পদটি শুন্য হয়। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১২টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে কোথায় কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।