অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৩৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০৯মার্চ) সকালে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ভোলা শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্ট হল রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন এবি ব্যংক লিমিটেড। অনুষ্ঠানের শুরুতে শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্ট) মো. ইকবাল মোহসীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোশারফ হোসেন, সোনালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড সরদার মো. জাহিদ হোসেন, রূপালী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. শফিকুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. খান আল মাসুদ রানা, অগ্রণী ব্যাংকের ডিজিএম এন্ড এরিয়া হেড মো. কামরুজ্জামান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের এসইভিপি এন্ড চীফ বিজনেস অফিসার শওকত আজিজ।
দিন ব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো ছাত্র-ছাত্রী যদি স্কুল ব্যাংকিং একাউন্ট করেন তাহলে পরবর্তীকালে সে ওই একাউন্ট ব্যবহার করতে পারবে। এছাড়াও ব্যাংকের একাউন্ট হোল্ডারধারী কোনো ছাত্র-ছাত্রী যদি বিদেশে লেখাপড়া করতে যায় তাহলে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।





আরও...