অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বিশ্ব নারী দিবস পালিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ রাত ০৮:৪২

remove_red_eye

২৭৩

চরফ্যাশন প্রতিনিধি : 'শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা' এই স্লোগানে ভোলার চরফ্যাসনে বিশ্ব নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
 
৮ মার্চ (শুক্রবার) বেলা ১১ টায় চরফ্যাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে শোভাযাত্রা ও পরে হল রুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন।
আরও উপস্থিত ছিলেন নারী কাউন্সিলর জাহানারা বেগম, রেজওয়ানা পারভীন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক রাশেদা বেগম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নারী নেত্রীরা। বক্তারা নারীর অধিকার ও ক্ষমতা বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং নারীর প্রতি নির্যাতন বন্ধে আরো সচেতন হওয়ার উপর গুরুত্বরোপ করেন । 
পুরো অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী।