অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আজানের জবাব দিলে নারীরা কি পুরুষের দ্বিগুণ সওয়াব পাবেন?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৪ বিকাল ০৪:১৩

remove_red_eye

৪৮১

আজানের সময় অযথা কথাবার্তা না বলে আজান শোনা ও আজানের জবাব দেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুআজ্জিন যা বলে তা বলা, শুধু ‘হাইয়া আলাস সালাহ, হাই য়ালাস ফালাহ’ বললে এর জবাবে ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ পড়তে হয়। নবিজি (সা.) বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে মুয়াজ্জিন যা বলে তাই বলে সে জান্নাতে প্রবেশ করবে। (সুনানে নাসাঈ)

নামাজের জামাত পুরুষদের জন্য অপরিহার্য ও নারীদের ঘরে নামাজ আদায় করা উত্তম হওয়ার কারণে অনেক মনে করেন আজানের জবাব দেওয়া শুধু পুরুষদের জন্য ফজিলতপূর্ণ, নারীদের জন্য নয়। এ ধারণা সঠিক নয়। নারীদের জন্যও আজানের মৌখিক উত্তর দেওয়া একইরকম মুস্তাহাব ও ফজিলতপূর্ণ আমল।

অনেকের মধ্যে আবার বিপরীত ধারণাও প্রচলিত রয়েছে যে আজানের জবাব দিলে নারীরা পুরুষের দ্বিগুণ সওয়াব লাভ করবেন। এ রকম ধারণারও কোনো ভিত্তি নেই। আজানের জবাব দিলে নারীরা পুরুষের মতোই সওয়াব লাভ করবেন।

 

সুত্র জাগো