অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বন্টন না করে: তোফায়েল আহমেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে এপ্রিল ২০২০ রাত ০২:৩০

remove_red_eye

১৭৮৬

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলা-১ আসনের সংসদ সদস্য,সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন,অসহায় দরিদ্র মানুষের কোন দল নেই। দলীয় চিন্তা করে কেউ যেন রিলিফ বন্টন না করে। যারা দু:স্থ। যাদের কিছু নেই , দুস্থ। দল মত নির্বিশেষে  ত্রাণ বিতরণ করতে হবে।

আজ রবিবার সকালে ভোলা সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে তোফায়েল আহমেদের পক্ষ থেকে দ্বিতীয় দফায় ত্রাণ বিরতণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টেলিকনফারেন্সে এসব  তিনি এসব কথা বলেন।

উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশ্যে তোফায়েল আহমেদ আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠন করতে হবে। দরিদ্রমানুষের পাশে দাড়ানোই হচ্ছে আওয়ামীলীগের কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পদক্ষেপ গ্রহন করেছেন। এই পদক্ষেপগুলো যদি আমরা পুরোপুরি বাস্তবায়ন করতে পারি তা হলে আল্লাহর রহমতে হয়তো বা আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাবো। আপনার সামাজিক দূরুত্ব নিশ্চিত করে কাজ করে যাবেন।  তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন,অসহায় প্রতিটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দিবেন। এক জায়গায় জামায়েত হবেন না।

 দ্বিতীয় দফায় ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের হতদরিদ্র ৩ হাজার পরিবারের মাঝে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে তেল, আটা, লবণ ও চিনি বিতরণ করা হয়। এসব ত্রান দলীয় নেতাকর্মীরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে অসহায় দুস্থ কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন। ইতি পূর্বেও সাড়ে ১৫ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নবিক, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, নবিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাাদক আজিজুল ইসলাম প্রমূখ।