অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বেড়াতে নিয়ে ছাত্রীকে ধর্ষণ ।।যুবক গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলায় বেড়ানোর কথা বলে এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ  এগ্রো এন্ড ডেইরী ফার্ম নামের একটি খামারের নির্জন বাগানে নিয়ে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ  ধর্ষক উৎপল চন্দ্র শীলকে গ্রেফতার । এদিকে জব্দ করা হয়েছে ধর্ষণের ভিডিওসহ প্রত্যক্ষদর্শী রাসেলের মোবাইল। সোমবার দুপুরে ধর্ষক উৎপল চন্দ্র শীলকে চরফ্যাসনের শশীণভূষণ থানা পুলিশ চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১০/১২ দিন  আগে চলার পথে অটোতে যুবক উৎপলের সাথে ভিক্টিম মাদ্রাসার ছাত্রীর দেখা ও পরিচয় হয়। রবিবার দুপুরে উৎপল বেড়ানোর কথা বলে যুবতীকে চরফ্যাশনের বশরত উল্যাহ চৌমুহনী এলাকায় ডেকে নেয়। সেখান থেকে ঘটনাস্থল এওয়াজপুর গ্রামের দৌলতগঞ্জ বাজার সংলগ্ন  এগ্রো এন্ড ডেইরী  ফার্মের নির্জন বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার ডাক-চিৎকারে স্থানীয় রাসেল নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের ভিডিও ধারন করেন এবং ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন। ধর্ষক উৎপল শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের তপন চন্দ্র শীলের ছেলে। সে  রবিবার রাতে শশীভূষণ থানায় ধর্ষক উৎপল এবং তার সহযোগী সুমনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শশীভূষণ থানার ওসি এনামুল হক সাংবাদিকদের জানান, মামলার এজাহারভূক্ত প্রধান আসামী উৎপলকে গ্রেপ্তার করে  সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য  ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অপর আসামী সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।