অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


করোনা: ভোলায় ফ্রি টেলিমেডিসিন চিকিৎসা সেবা দিচ্ছেন ৪ চিকিৎসক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ রাত ০৩:১৯

remove_red_eye

১৫৮৩

বাংলার কন্ঠ প্রতিবেদক::  করোনা ভাইরাস পরিস্থিতির সময় রোগীরা যাতে কোন চিকিৎসাসেব থেকে বঞ্চিত না হয় তার জন্য ভোলার ৪ চিকিৎসক টেলিমেডিসিন চিকিৎসা সেবা দেয়ার জন্য উদ্দ্যোগ গ্রহন করেছেন। সম্পূূর্ন বিনা মূল্যে রোগীদের মোবাইলে এই চিকিৎসা সেবা দেয়া হবে। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন ভোলা জেলা শাখার উদ্দ্যোগে ভোলার রোগীঅদের জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়। চিকিৎসকগন হচ্ছেন,ডা: এটিএম মিজানুর রহমান মোবাইল: ০১৭১২-৫৬০৩১৩,ডা: ফরিদ আহমেদ মোবাইল:০১৭১৫-১১০০২৬, ডা: এম ডি মিজানুর রহমান মোবাইল: ০১৭১১-২৮৮৩২১,ডা:রথীন্দ্রনাথ মজুমদার মোবাইল: ০১৭১১-৫৮৫৭৮২।
ডা:রথীন্দ্রনাথ মজুমদার  আজ শনিবার দুপুরে জানান, তিনি সকাল ১০ টা থেকে দপুর ২ টা পর্যন্ত চেম্বারেও রোগী দেখেন। এই সময় ছাড়া বাকী সার্বক্ষনিক  রোগীদের মোবাইল ফোনে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। প্রয়োজনে তারা এসএমএস এর মাধ্যমে প্রেসক্রিপসন দেয়া শুরু হয়েছে।