অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর দেয়া শিশুখাদ্য বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ রাত ০৩:০৭

remove_red_eye

৬২২

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে  করোনা ভাইরাস দূর্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা’র উপহার হিসেবে প্রাপ্ত ২ শত ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দেহিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে পৌর মেয়র মো. রফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী শিশুর মায়েদের কাছে ওই খাদ্য হস্তান্তর করেন। এর সাথে মায়েদের তরমুজ চাষিদের কাছ থেকে ক্রয় করা ২ শত তরমুজও উপহার হিসেবে দেয়া হয়। 

 

ওই সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. সোহেল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।