অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলার বোরহানউদ্দিনে বাবা মা ও ছেলেকে কুপিয়ে জখম


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২০ রাত ০৩:০৪

remove_red_eye

৭৮০

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের শহিদুল ইসলাম হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় উভয় পক্ষই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলায় গুরুতর আহত আশঙ্কাজনক একজনকে বরিশাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
হামলায় আহত শহিদুল ইসলাম হাওলাদার জানান, দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার (শহিদুল ইসলামের) ছোট চাচা ইসমাইলের সাথে দ্বন্দ্ব চলছিলো। সেই দ্বন্দ্বের জের ধরে গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইসমাঈলের নেতৃত্বে খালেক, সোহেল, আওলাদ, ইব্রাহিম, হাসান ও নাজিম শহিদুল ইসলামের বসতি ঘরে গিয়ে তাদেরকে (শহিদুল ইসলামকে) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে যায়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
 
হামলায় গুরুতর আহত হন, শহিদুল ইসলাম, তার স্ত্রী মমতাজ বেগম ও ছেলে আল-আমীন। মমতাজ বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা সদর হাসপাতাল কতৃপক্ষ দ্রুত তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে প্রেরণ করেন। হামলায় শহিদুল ইসলাম, স্ত্রী মমতাজ ও ছেলে আল-আমীনের শরীরের বিভিন্ন জায়গা গুরুতর জখম হয়।
 

এবিষয়ে হামলাকারী কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, হামলায় উভয় পক্ষই গুরুতর আহত হয়েছে। আমরা এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।