অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনের সহিংস ঘটনায় বেরিয়ে আসছে নতুন তথ্য


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:১৬

remove_red_eye

৬৭৯

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদগাহ মাঠে সহিংস ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ওই ঘটনার দিন গুলিতে আহত এক কনষ্টবলকে মাঠ থেকে যে কোন একটি পক্ষ গুলি করেছে। তবে এটা কিসের গুলি সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে ৩ জনই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সদস্য। আর বাকী ১ জন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই।
ভোলা পুলিশের নির্ভরযোগ্য এক সূত্র জানান, বোরহানউদ্দিনের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের সাথে পুলিশ এসব বিষয়ে বলতে চাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, ঘটনার দিন ঈদগাহ মাঠ থেকে সহিংস ঘটনার উস্কানী গ্রæপ থেকে পুলিশের উপর গুলি চালানো হয় বলে পুলিশ নিশ্চিত। কারন ওই দিন পুলিশের কনষ্টবল আরিফের বুকে একটি গুলি বিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে তার বের হয়ে যায়। তিনি এখনও সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার হাত প্যারালাইজ অবস্থায় রয়েছে। সূত্র বলছে,ওই দিন শুধু পুলিশই গুলি চালায়নি। পুলিশের উপরও গুলি চালানো হয়েছে। কিন্তু কে গুলি চালিয়েছে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। যে কনষ্টবল আহত হয়েছে,তার শরীরে কি ধরনের গুলি লেগেছে তাও এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সূত্র আরো জানান, ফুটেজ দেখে নিশ্চিত হয়ে যাদের গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ১জন পৌর সেচ্ছাসেবক দলের,১ জন তরুন দলের পদে রয়েছে এবং ১ জন বিএনপির কর্মী। এছাড়া অন্য ১ ব্যাক্তি রাজনৈতিক কোন দলের সাথে যুক্ত নয়। তাদের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পুলিশ পেয়েছে।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মামলার হওয়ার পর থেকে তারা আসামী গ্রেফতারে চেষ্টা করে যাচ্ছেন। সনাক্তকরন প্রক্রিয়ার ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছেন বেশী। তারা ভিডিও ফুটেজ দেখে যারা মারমুখি ছিলো সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসামীকে সনাক্ত করা হয়েছে। যারা মারমুখি ভূমিকায় ছিলো,নিজেদের দোষী মনে করেছে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত ঈদগাহ মাঠের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তাদেরকে নিশ্চিত হয়ে আটক করা হচ্ছে।