বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০১৯ রাত ১১:১৬
৬৭৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদগাহ মাঠে সহিংস ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ওই ঘটনার দিন গুলিতে আহত এক কনষ্টবলকে মাঠ থেকে যে কোন একটি পক্ষ গুলি করেছে। তবে এটা কিসের গুলি সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত হয়ে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে ৩ জনই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের সদস্য। আর বাকী ১ জন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নেই।
ভোলা পুলিশের নির্ভরযোগ্য এক সূত্র জানান, বোরহানউদ্দিনের ঘটনায় এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের রিমান্ডে নেয়ার পর জিজ্ঞাসাবাদে অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের সাথে পুলিশ এসব বিষয়ে বলতে চাচ্ছে না। তবে সূত্র জানিয়েছে, ঘটনার দিন ঈদগাহ মাঠ থেকে সহিংস ঘটনার উস্কানী গ্রæপ থেকে পুলিশের উপর গুলি চালানো হয় বলে পুলিশ নিশ্চিত। কারন ওই দিন পুলিশের কনষ্টবল আরিফের বুকে একটি গুলি বিদ্ধ হয়ে পিছন দিক দিয়ে তার বের হয়ে যায়। তিনি এখনও সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তার হাত প্যারালাইজ অবস্থায় রয়েছে। সূত্র বলছে,ওই দিন শুধু পুলিশই গুলি চালায়নি। পুলিশের উপরও গুলি চালানো হয়েছে। কিন্তু কে গুলি চালিয়েছে তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। যে কনষ্টবল আহত হয়েছে,তার শরীরে কি ধরনের গুলি লেগেছে তাও এখনও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের সূত্র আরো জানান, ফুটেজ দেখে নিশ্চিত হয়ে যাদের গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে ১জন পৌর সেচ্ছাসেবক দলের,১ জন তরুন দলের পদে রয়েছে এবং ১ জন বিএনপির কর্মী। এছাড়া অন্য ১ ব্যাক্তি রাজনৈতিক কোন দলের সাথে যুক্ত নয়। তাদের কাছ থেকে বেশ কিছু নতুন তথ্য পুলিশ পেয়েছে।
ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, মামলার হওয়ার পর থেকে তারা আসামী গ্রেফতারে চেষ্টা করে যাচ্ছেন। সনাক্তকরন প্রক্রিয়ার ব্যাপারে তারা গুরুত্ব দিচ্ছেন বেশী। তারা ভিডিও ফুটেজ দেখে যারা মারমুখি ছিলো সেখান থেকে উল্লেখযোগ্য সংখ্যক আসামীকে সনাক্ত করা হয়েছে। যারা মারমুখি ভূমিকায় ছিলো,নিজেদের দোষী মনে করেছে তারা এলাকা ছেড়ে চলে গেছেন। এ পর্যন্ত ঈদগাহ মাঠের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে রিমান্ডে গুরুত্বপূর্ন তথ্য পাওয়া গেছে। তাদেরকে নিশ্চিত হয়ে আটক করা হচ্ছে।
বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা
ছাদখোলা বাসে সাবিনা-ঋতুপর্ণারা, চলছে বিজয় প্যারেড
রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যাওয়াই একমাত্র সমাধান : অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার আরো এক মামলা হাইকোর্টে বাতিল
নতুন ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন
তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
৭ নভেম্বর ঘিরে ১০ দিনের কর্মসূচি বিএনপির
ভোলায় বিশ্ব ডিম দিবস উদযাপন
লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত