অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে আগুন লেগে কোটি টাকার ক্ষয়ক্ষতি


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৩৬

remove_red_eye

২৯০

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সরকারি বালিকা বিদ্যালয় সড়কে বয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোররাতে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের বাহিনীকে ফোন করে। এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। মূহুর্তেই আগুনের তীব্র লেলিহান ছড়িয়ে পরলে অপরাপর পাঁচটি  ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভ‚ত হয়। পরে দমকল বাহিনী এসে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মেঘনা লাইফ ইন্সুইরেন্স বীমা অফিস, ফার্নিসারের দোকান, প্লাস্টিকের গোডাউন, একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপসহ পাঁচটি প্রতিষ্ঠান। আগুনে পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকরা। ধারণা করা হয় প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।