অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


লালমোহনে শান ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০২০ রাত ০১:৪১

remove_red_eye

৫১৪

 
-
লালমোহন প্রতিনিধি:লালমোহনের চতলায় করোনা পরিস্থিতিতে গত ১৪ এপ্রিল  দুর্দশাগ্রস্থ মানুষের জন্য শান ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান করেছে  ।  শান ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর সভাপতি, দৈনিক ইউরোসমাচার সম্পাদক, লালমোহন মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা ভিয়েনাপ্রবাসী বরেণ্য সাংবাদিক জনাব মাহবুবুর রহমানের আন্তরিক পৃষ্ঠপোষকতায় দক্ষিণ ধলীগৌরনগরের ঐতিহ্যবাহী সালাউদ্দিন মাস্টার বাড়িতে শান ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ের সামনে পহেলা বৈশাখ  মঙ্গলবার সকাল ১১ টায় অসহায় কর্মহীনদের মাঝে সহায়তা দেয়া হয়।
শান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ইউরোসমাচার এর ভোলা ব্যুরো চিফ কবি প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান অর্ধশতাধিক ভুক্তভোগী অসহায় পরিবারের মাঝে অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এবং ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক ইউরোসমাচার পত্রিকার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম দুলাল, দালালবাজার সেরাজিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ শাহে আলম, দক্ষিণ ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শরিফুদ্দিন টিপু শান, শান ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মেজবাহউদ্দিন রুবেল শান, দক্ষিণ ধলীগৌরনগর ছাত্রলীগের সভাপতি আফসার উদ্দিন শামীম শান প্রমুখ ।