অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে কলেজ শিক্ষার্থী রাব্বী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০২

remove_red_eye

৩০১



দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে কলেজ শিক্ষার্থী রাব্বী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে সাধরণ শিক্ষার্থীরা।
শনিবার(২৪ ফেব্রæয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতখান পৌরশহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত রাব্বীর সহপাঠীসহ কয়েক'শ শিক্ষার্থী অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি দৌলতখান পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা রাব্বী হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে শ্লোগান দেয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন কলেজ শিক্ষার্থী রাব্বী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে রাব্বীর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু । এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য মহিউদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ।