অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় আওয়ামীলীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

২৪৪

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে


মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা আ’লীগের দলীয কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা আ’লীগ যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী। সভায়  মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, উপজেলা যুবলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যা আলমগীর, ৫নং কলাতলী চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন হাওলাদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, স্বেচ্ছসেবকলীগ সভাপতি নিমাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।