অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ১১ শত খেটে খাওয়া পরিবারের মাঝে চাল বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২০ রাত ০২:৫২

remove_red_eye

৮৭২

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরায় ১১ শত খেটে খাওয়া পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। বুধবার সকাল ১০ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এই চাল বিতরণ করা হয়।

এর মধ্যে ৮৫০ পরিবারের মাঝে ৪০ কেজি চাল, ১৫০ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ১০০ পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়। এই অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা মোঃ তারেক, সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান, সাংবাদিক সহ অন্যান্যরা।

মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, ট্যাগ অফিসারের উপস্থিতিতে খেটে খাওয়া দুঃস্থ, অসহায় ১১শত পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।