অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় শিক্ষা সফর অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:১৩

remove_red_eye

৪৪৬

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার খেজুর খাছিয়া সমুদ্র সৈকতে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
 
মাদরাসার অধ্যক্ষ মাও. জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ মাও. আবদুল খালেক। 
 
বিশেষ অতিথি ছিলেন, জাহানপুর কারামাতিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মাকসুদুর রহমান, সাংবাদিক এম লোকমান হোসেন, শিক্ষক মো. মহিউদ্দিন, মাও. আবদুল মতিন, চরফকিরার সমাজ সেবক আবুল কালাম পাটোয়ারী, মাওলানা ইউসুফ, তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার অন্যতম পরিচালক এনায়েত উল্লাহ প্রমুখ।
 
শিক্ষা সফর উপলক্ষে সকালে মাদরাসা থেকে মাইক্রো যোগে বেতুয়া প্রশান্তি পার্ক পরিদর্শন এবং নাস্তা শেষে করে খেজুর গাছিয়া সমুদ্র সৈকত গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ, নাত, নাটকসহ বিভিন্ন পর্ব চলে। এতে আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।