অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে এক হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২০ রাত ১০:৫১

remove_red_eye

৫৪৩

বোরহানউদ্দিন প্রতিনিধি:: করোনা ভাইরাসের সংক্রমণ  রোধে ঘরে থাকা দরিদ্র কর্মহীন শ্রমজীবী  এক হাজার  পরিবারের মাঝে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার খাদ্য সহায়তা কার্যক্রমের আওতায়  ভোলার বোরহানউদ্দিন পক্ষীয়া ইউনিয়নে খাদ্য সহায়তা  দেয়া হয়েছে। বুধবার  সকাল থেকে সামাজিক সুরক্ষা বজায় রেখে কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৯টি ওয়ার্ডের পরিবারের মধ্যে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন  বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: বশীর গাজী। এসময় উপস্থিত ছিলেন পক্ষীয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: নাগর হাওলাদার, ট্যাগ অফিসার আমজাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর বাচ্চু প্রমুখ।

এসময় ইউনিয়ন চেয়ারম্যান নাগর হাওলাদার জানায়, করোনাভাইরাসের কারণে সারা দেশে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছে। এসব মানুষের তালিকা করে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।