অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরলো ভারত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৫৬

remove_red_eye

২৮৮

হায়দরাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে টম হার্টলির বিধ্বংসী বোলিংয়ে নাটকীয়ভাবে হেরে গিয়েছিল ভারত। তবে বিশাখপত্তমে দ্বিতীয় টেস্টে ঠিকই ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারতীয়রা।

বিশাখাপত্তম টেস্টে ইংল্যান্ডকে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেছে ২৯২ রানে। ফলে ১০৬ রানের বড় জয় পেয়েছে ভারত।

লক্ষ্য তাড়া করতে স্কোরবোর্ডে ৬৭ রান আর হাতে ৯ উইকেট নিয়ে আজ চতুর্থদিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। এদিন ব্যাট করতে নেমে দলীয় ২৮ রান তুলতেই রিহান আহমেদের উইকেট হারায় ইংল্যান্ড। ৩১ বলে ২৩ রান করে আউট হন রিহান।

গতকাল ভালো শুরু করলেও আজ ছোট ছোট জুটি করে ধীর গতিতে এগুচ্ছিল ইংল্যান্ড। বলার মতো তেমন বড় কোনো জুটি করতে পারেনি সফরকারীরা। দলের হয়ে একমাত্র ওপেনার জ্যাক ক্রাউলি লড়াই করেছেন। দলের দুর্দিনে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১৩২ বলে ৭৩ রান করেছেন ক্রাউলি। এছাড়া দলের আর কেউ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পারেননি।

আগের ম্যাচে ঝলক দেখানো ওলি পোপ খেলতে শুরু করেছিলেন বাজবল। তবে তাকে থাকতে দেননি রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি স্পিনারের টার্নহীন লাফিয়ে উঠে বলে খোঁচা মেরে রোহিত শর্মার হাতে ক্যাচ হন তিনি। ২১ বলে ২৩ রান করে ফেরত যান আগের ম্যাচে ১৯৬ রান করা পোপ।

অশ্বিনের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে জো রুট করেন ১০ বলে ১৬ রান। জনি বেয়ারিস্টো কিছুটা ধরে খেলে দলকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তবে সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। বুমরাহের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথে হাঁটেন তিনি।

নবম উইকেটে ৭৪ বলে ৫৫ রানের জুটি করেন টম হার্টলি ও বেন ফোকস। এটিই ইংল্যান্ডের এই ইনিংসের সবচেয়ে বড় জুটি। ৬৯ বলে ৩৬ রানে ফোকস আউট হয়ে গেলে সর্বশেষ উইকেট হিসেবে হার্টলির দৌড়ও থামে গিয়ে ৩৬ রানে। অবশেষে ২৯২ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৩৯৬ ও ২৫৫ (শুবমান গিল ১০৪, শ্রেয়াস আয়ার ২৯, রবিচন্দ্রন অশ্বিন ২৯; টম হার্টলি ৪/৭৭, রিহান আহমেদ ৩/৮৮, জেমস অ্যান্ডারসন ২/২৯)।

ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (জ্যাক ক্রাউলি ৭৩, বেন ফোকস ৩৬, টম হার্টলি ৩৬, বেন ডাকেট ২৮; জাসপ্রিত বুমরাহ ৩/৪৬, মুকেশ কুমার ১/২৬)।

ফল: ভারত ১০৬ রানে জয়ী

 

সুত্র জাগো