অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় তোফায়েল আহমেদের পক্ষে হতদরিদ্রের বাড়ি বাড়ি জেলা ছাত্রলীগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

১৬৭২

বাংলার কন্ঠ প্রতিবেদক:: সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি দেখা দেয়ার প্রভাব বাংলাদেশেও পরেছে।এই করোনা ভাইরাসের প্রভাবে সচেতন থাকতে গিয়ে খেটে খাওয়া, ছিন্নমূল, বেদে পরিবারের মানুষগুলো ঘর বন্দী হয়ে খাদ্য সংকটে রয়েছে। এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন কোনো মানুষ যেনো খাবারের অভাবে না থাকে। তারই ধারাবাহিকতায় ভোলা ১ আসনের সংসদ সদস্য সাবেক বানণজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পক্ষে ভোলা জেলা ছাত্রলীগ হতদরিদ্র, বেদে, ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহযোগীতা ও করোনা ভাইরাস সম্পের্কে সচেতনতা মূলক লিফলেট করে। ভোলা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা কয়েকটি দলে ভাগ হয়ে, ভোলা পৌরসভা ৯টি ওয়ার্ডের ঘরে ঘরে এ আর্থিক সহায়তা পৌছে দেন।
 
সেই ধারাবাহিকতায় আজ সোমবার ৪নং, ৫নং ওয়ার্ড ও এর আশেপাশের এলাকায় দ্বায়িত্ব পালন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি তালুকদার, ভোলা পলিটেকনিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ নেওয়াজ শরীফ কুতুব এবং জেলা ছাত্রলীগ নেতা লাবিব।
এ সময় তারা সহায়তার পৌছে দেয়ার পাশাপাশি  সবাইকে করোনা সংক্রমণে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।