অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসিতে দৌলতখানে মিষ্টি বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০২০ ভোর ০৪:২৬

remove_red_eye

৮৫১

দৌলতখান প্রতিনিধি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে ফাঁসি দেওয়ায় ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেছেন।  রবিবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ উল্লাসে মেতে উঠেন।

এতে অংশ গ্রহণ করেন, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীগর, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করে।

 এসময় উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খাঁন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে শনিবার রাত ১২ টা ১ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মঞ্চে ঝুলানোর পর ভোলা জেলা কলঙ্ক মুক্ত হয়েছে।


এদিকে শনিবার (১১ এপ্রিল) বিকালে দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু পৌরশহরে এক প্রতিবাদ সভায় জাতির জনক বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের মৃতদেহ ভোলায় দাফন করতে দেওয়া হবেনা বলে  হুঁশিয়ারি দেন।এনএমএস