অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা জেলা যুবদল সভাপতি জামাল ও সাংগঠনিক সম্পাদক মনির জামিনে মুক্তি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৪ রাত ১০:২১

remove_red_eye

৬৭৮

এইচ আর সুমন : ভোলা জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। গত বছর ১৭ইঅক্টোবর বিএনপির নয়া পল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকে ডিবি পুলিশ তাদের আটক করেন । রাজনৈতিক দুটি মামলায় দীর্ঘ ৯৮ দিন পর তারা হাইকোর্ট থেকে জামিন পান। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তারা মুক্তি পান। মুক্তি পাওয়ার পর তাদেরকে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দরা ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। তাদের মামলা পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার সম্পাদক,ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন অ্যাডভোকেট।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার কাজী আখতার হোসাইন বলেন, ঢাকার বাড্ডা থানা পুলিশ ১৮/১০/২০২৩ ইং তারিখের একটি মামলায় ভোলা জেলা যুবদলের সভাপতি জনাব মো: জামাল উদ্দিন (লিটন) ও সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন সহ অন্য আসামীদেরকে গ্রেফতার করে একই তারিখে ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত করে ০৫ (পাঁচ) দিনের রিমান্ড আবেদন করে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে তাহারা মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে ১৩/১১/২০২৩ ইং তারিখে জামিনলাভ করেন। কিন্তু বিগত ১৮/১১/২০২৩ ইং তারিখে জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে বাড্ডা থানা পুলিশ তাদেরকে ২০২২ সালের একটি ফোজদারী মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে তাদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ ১৫/০১/২০২৪ ইং তারিখের আদেশে তাদের জামিন মঞ্জুর করেন।





আরও...