অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মেঘনা পাড়ের শীতার্তদের পাশে তরুণ সমাজসেবক নাওয়াল


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

২৯১

এম নয়ন, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিনের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩। সংগঠনের চেয়ারম্যান ইসরাক চৌধুরী নাওয়াল এর পৃষ্ঠপোষকতায় চাঁদপুর ইউনিয়নের বাড়িকান্দি ও ডাইয়ারপাড়ের প্রায় ৩শতাধিক মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি এর সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, আমার নির্বাচনি এলাকা লালমোহন তজুমদ্দিনের কোনো মানুষ যেনো এই শীতে কষ্ট করতে না হয় সেই লক্ষ্যে আমার সন্তান ইসরাক চৌধুরী নাওয়াল আপনাদের মাঝে এসব শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়েছে। আপনাদের পাশে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার বিগত দিনে যেভাবে  ছিলাম ভবিষ্যতেও থাকবো।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ বলেন, তরুণ সমাজসেবক ইসরাক চৌধুরী নাওয়াল আমার ইউনিয়নের শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে আমাকে ঋণী করে দিয়েছেন। সামাজিক সংগঠন ইয়ুথ ভোলা ০৩ যেভাবে বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ বাস্তবায়ন করছেন তা সত্যিই প্রশংসনীয়। এভাবে আমরা সবাই এক হয়ে কাজ করলে দেশ একদিন সত্যিকারে সোনার বাংলায় রূপান্তরিত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, আওয়ামীলীগ নেতা কবির পন্ডিত, কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।