অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বরিশাল আইসোলেশনে থাকা রোগী পালিয়ে ভোলায়


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ বিকাল ০৩:৩৩

remove_red_eye

১৫৭৩

অচিন্ত্য মজুমদার:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে থেকে পালিয়ে আসা এক রোগীকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া চন্দ্রপ্রসাদ গ্রাম থেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ খোকন হাওলাদার জানান,  চন্দ্রপ্রসাদ গ্রামের নুরু শিকদার (৫৫) বিভিন্ন জেলায় তাবলিগ জামাত শেষে বরিশাল এসে জ্বর ঠান্ডায় আক্রান্ত হয়ে অসুস্থ হযে পড়ে। এসময় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে নিলে প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ কতৃপক্ষ তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে। এর পর গত ৪দিন আগে তিনি সেখান থেকে পালিয়ে ভোলা চলে আসলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুক্রবার বিকেলে নৌবাহিনীর সহায়তায় প্রশাসন তাকে উদ্ধারের পর হোম কোয়ারন্টোইনে থাকার ব্যবস্থা করে।

এদিকে পালিয়ে আসা ওই ব্যাক্তি ছেলে জানান তার বাবা নুরু শিকদারের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই রিপোর্ট আনতে তিনি আজ সকালে বরিশাল রওনা হয়েছে।  রিপোর্ট হাতে পেলে ব্যাপারটি পোশাসনকে অবহিত করার কথা জানান তিনি।