অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বাড়ি ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২০ রাত ১২:২৬

remove_red_eye

৬১৮

দৌলতখান প্রতিনিধি:: ভোলার দৌলতখানে ২ ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করলেন শ্রী মদন মহন ভাওয়াল নামে এক বাড়িওয়ালা। করোনা ভাইরাসের কারণে সরকারের নিষেধাজ্ঞা থাকায় এই সকল মানুষগুলো গত কয়েকদিন যাবত বাড়ির বাহিরে যেতে পারছেন। তাই তাদের কোন আয় রোজগার নেই। ভাড়াটিয়াদের এমন দুঃখ কষ্ট দেখে শ্রী মদন মহন ভাওয়াল এক মাসের ঘর ভাড়া মওকুফ করে দেন।

 

তার ওই মহতী উদ্যোগকে স্বাগতম জানিয়ে স্থানীয়রা তাকে ধন্যবাদ জানিয়েছেন। দৌলতখান পৌরসভা ৪ নম্বর মৃত কালী মদন মহল ভাওয়ালের ছেলে শ্রী মদন মহন ভাওয়াল। রাক্ষুসী মেঘনায় ভাঙারপর পৌরসভায় এসে জমিটুকু কিনে বাড়ি করে।

 

শুক্রবার (১০ এপ্রিল) এবিষয়ে শ্রী মদন মহন ভাওয়াল বলেন, আমার বাড়িতে ২ জন ভাড়াটিয়া থাকেন। করোনাভাইরাসের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছে। যতদিন পর্যন্ত দেশের এমন অবস্থা থাকবে ততদিন পর্যন্ত তাদের বাড়িভাড়া দিতে হবেনা।